গরমে এসি ব্যবহারে সতর্কতা জরুরী

খবর বাংলা ডেস্কঃখবর বাংলা ডেস্কঃ
  প্রকাশিত হয়েছেঃ  03:23 PM, 07 March 2023

বর্তমানে আমাদের দেশে গরমের জন্য এয়ার কন্ডিশনার বা এসির ব্যবহার দিন দিন বাড়ছে। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসি বিস্ফোরণ। ফলে বাড়ছে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা। এর প্রধান কারণ হলো সঠিকভাবে এসি ব্যবহারের নিয়ম না জানা। তাই যাদের বাসা বাড়িতে বা অফিসে এয়ার কন্ডিশনার রয়েছে তাদের উচিত এর ব্যবহারে সতর্ক হওয়া। তাই চলুন এয়ার কন্ডিশনার বা এসির সঠিক ব্যবহার জেনেনি।

যেসব কারণে এয়ার কন্ডিশনার বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকেঃ- 
এয়ার কন্ডিশনার ব্যবহারে ও রক্ষণাবেক্ষণে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে সে ব্যাপারে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। এসি কেন বিস্ফোরণ হয়, কি কারণে এসি নষ্ট হয় এসব বিষয়ে অবশ্যই প্রাথমিক ধারণা থাকা দরকার। আসুন জেনে নেই এর কারণ সমূহ কী কী হতে পারে।

ইলেক্ট্রিক হাই ভোল্টেজের কারণে এসির কম্প্রেসারের ওপর চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এসির কম্প্রেসারের মধ্যে বার্নেবল গ্যাসের ব্যবহারের কারণেও এসির বিস্ফোরণ হতে পারে।

এসির যন্ত্রপাতি গরম হয়ে গেলেও ওভারহিটিং এর কারণে এসি বিস্ফোরিত হতে পারে।

অফিসে কিংবা ঘরে এসির লাগানোর সময় ওয়্যারিং এ কোনো সমস্যা থাকলে এমন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে।

এসির ভেতরে থাকা কমপ্রেসর পাইপের কোথাও ব্লকেজ হলে হাইপ্রেশার তৈরি হয় এর ফলে কমপ্রেসার বিস্ফোরণ হতে পারে।

অনেক সময় বজ্রপাতের সময় এসির সুইচ অন থাকলে এসির সমস্যা দেখা দিতে পারে।

এসি দুর্ঘটনার আরেকটি বড় কারণ হলো রক্ষণাবেক্ষণের অভাব। এজন্য সঠিকভাবে এসির রক্ষণাবেক্ষণ করা জরুরি।

এসি ব্যবহারে যে সকল সতর্কতা অবলম্বন করা উচিতঃ
এয়ার কন্ডিশনারকে এসব ক্ষতি ও বিস্ফোরণ থেকে রক্ষা করতে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে।

এয়ার কন্ডিশনারের এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন যেনো কোনো ময়লা জমাট বাধতে না পারে। এই কাজটি প্রতি মাসে একবার করা উচিত।

নিয়মিত এসির ফ্যান, কয়েল, কন্ডেন্সার ফিল্টার পরিষ্কার করতে হবে।

একটানা অনেক সময় এসি চালিয়ে রাখা যাবে না।

এসির ইউনিট বা ফ্যানে ময়লা জমে যেতে পারে, তাই সেটা ভালোমতো মুছে পরিষ্কার করতে হবে।

এসির পাইপের কোথাও ব্লকেজ আছে কি না তা টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করতে হবে।

ঘরের ইলেকট্রিক ভোল্টেজ কম হলে এসির মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এসি সংস্থাপনের আগে অবশ্যই বাসার ইলেকট্রিক ভোল্টেজ চেক করে নিতে হবে।

হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে ভালো মানের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে।

রুমের আকার অনুযায়ী সঠিক মানের এয়ার কন্ডিশনার ক্রয় করতে হবে।

বৃষ্টিপাত বা বজ্রপাতের সময় এসি না চালানোই ভালো।

দীর্ঘদিন এসি বন্ধ থাকলে চালু করার আগে ভালো সার্ভিস এক্সপার্টকে দিয়ে এসি পরীক্ষা করে চালু করতে হবে।

সর্বশেষ বলা যায়, এয়ার কন্ডিশনার দীর্ঘদিন ব্যবহার করতে এবং কোনো দুর্ঘটনা এড়াতে অবশ্যই এটি সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং সতর্কতার সহিত কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন :