বাপিডিপ্রকৌস নির্বাচনে রায়হান সভাপতি, আনিস সাধারন সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (বাপিডিপ্রকৌস) ১৪৩২-১৪৩৪ মেয়াদের কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচনে রায়হান-আনিস-মিজান-ইউনুস-এনামুল প্যানেল জয়ী হয়েছে। শনিবার গণপূর্ত ভবনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল রাতে ঘোষনা করে সংগঠনের নির্বাচন কমিশন।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ রায়হান মিয়া ৭৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস.এম. আমিরুজ্জামান বিলাস পেয়েছেন ৩৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আনিসুজ্জামান ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী আকবর সরকার পেয়েছেন ৫২৮ ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মিজানুর রহমান ৬৫০ পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অন্য প্রার্থী মোঃ সাখাওয়াত হোসেন পেয়েছেন ৪৬১ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি (ঢাকা) মোঃ হুমায়ুন কবির (৬৫৪ ভোট), সহ-সভাপতি (চট্টগ্রাম) মোহাম্মদ তৌফিকুর রহমান (৬৬৯ ভোট), সহ-সভাপতি (খুলনা) মোঃ হায়দার আলী (৬৩৯ ভোট), সহ-সভাপতি (রাজশাহী) মোঃ ছাইদুজ্জামান (৬১৮ ভোট), সহ-সভাপতি (বরিশাল) মোঃ মিজানুর রহমান (৬১৪ ভোট), সহ-সভাপতি (সিলেট) মোহাম্মদ শামসুল আলম (৬৪৩), সহ-সভাপতি (রংপুর) আবু তাহের মোঃ খায়রুল বাসার (৬৫৮ ভোট), সহ-সভাপতি (ময়মনসিংহ) মোঃ শামীম আল মামুন (৬৩৭ ভোট)।
যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে মো. ইউনুস (৬৬১ ভোট) ও যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মো. বোরহান উদ্দিন (৬২৪) নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আতাউর রহমান (৬৪২ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ এনামুল হক (৭০৪ ভোট), সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হাসান (৫৮৮ ভোট), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আবু তাহের (৬৬১ ভোট), সহ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন (৬৬২ ভোট), প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন (৬৯১ ভোট), সহ-প্রচার সম্পাদক মোঃ মাসুদুর রহমান (৬৪৫ ভোট), সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল (৫৮৫ ভোট), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিকুজ্জামান (৬৮৪ ভোট), সাহিত্য প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সিরাজুম মুনীর (৬৭৭ ভোট), বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আযম (৬৩৭ ভোট), শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক পদে রাসেল মাহমুদ (৬৪৭ ভোট), আইন ও চাকুরী বিষয়ক সম্পাদক মোঃ নূরুল ইসলাম তালুকদার নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য-১ পদে মোহাম্মদ আসাদুজ্জামান, নির্বাহী সদস্য-২ আব্দুল মান্নান, নির্বাহী সদস্য-৩ মোঃ মনিরুজ্জামান, নির্বাহী সদস্য-৪ মিহির কুমার রায়, নির্বাহী সদস্য-৫ মোহাম্মদ মাহবুব-উল-আলম, নির্বাহী সদস্য-৬ এস.এম. আবু সায়েম, নির্বাহী সদস্য-৭ মোঃ আশরাফ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন মো. আবু খালিদ হাসান। রাতে ফলাফল ঘোষণার পরে নির্বাচিত সভাপতি মোহাম্মদ রায়হান মিয়া সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনকে আরো গতিশীল এবং সদস্যদের অধিকার আদায়ে সোচ্চার থাকার অঙ্গিকার করেন। তিনি সকল জেলা থেকে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসায় রায়হান-আনিস-মিজান-ইউনুছ-এনামুল প্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।